মতলবে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
সুমন আহমেদ
Link Copied!
চাঁদপুর মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই মারা গেছেন। সোমবার (২৬ আগস্ট) বিকালে ছোটহলদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল (৩৫) ও রাজিব (৩২) ওই এলাকার চাঁন মিয়া প্রধানের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ীতে নতুন বিল্ডিং করার জন্য নির্মাণ সামগ্রী আনা শুরু করেন । ঘটনার দিন বিকেলে ইটে মটরের সাহায্যে পানি দেওয়ার সময় বিদ্যুৎ সঞ্চালন তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রুবেল ও রাজিব।
আহত অবস্থায় তাদেরকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল ও রাজিবকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ওসি মো. আলমগীর হোসেন রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরিবারের কোন অভিযোগ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।