ফরিদগঞ্জ পৌরসভায় সম্ভাব্য মেয়র প্রার্থী খলিলুর রহমানের মতবিনিময়
আসন্ন ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন সম্ভাব্য নৌকা প্রতীকের মেয়র প্রার্থী খলিলুর রহমান।
শনিবার সন্ধ্যায় ফরিদগঞ্জ মধ্য বাজার তার রাজনৈতিক কার্যালয়ে উক্ত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব:) আবুল কালামের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম পাটওয়ারী পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী সাবেক প্যানেল মেয়র-১ বর্তমান পৌর কাউন্সিলর মো: খলিলুর রহমান । এসময় তিনি বলেন, পৌর নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রতিটি নেতাকর্মীর সমর্থন নিয়ে মাঠে নামতে চাই। আপনারা জানেন আমার পিতা একজন বীরমুক্তিযোদ্ধা। আমাদের পরিবারের পুরোটাই আওয়ামী পরিবার। জাতির পিতার আর্দশের প্রতি আমাদের আাছে বলেই সরকারের উন্নয়ন যাত্রাকে এগিয়ে নিতে মেয়র পদে নির্বাচন করার ইচ্ছা পোষন করেছি।
এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুকবুল আহাম্মদ হাজী, সাধারণ সম্পাদক মো¯Íফা কামাল সুমন, ২নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াব তপাদার, সাধারণ সম্পাদক এমরান মিয়াজী, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদ মাসুদ ভ্ইূয়া, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার টিপু পাঠান, ৮নংওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম পাটওয়ারী, ৯নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান বাবুল পাটওয়ারী ও সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন , পৌর আওয়ামী লীগের সদস্য শফিকুল ইসলাম প্রমুখ।