বিয়ের আট মাস পর প্রেমিককে নিয়ে লাপাত্তা
হোসেন বেপারী
Link Copied!
দীর্ঘদিনের প্রেম। রসকসে আবদ্ধ। বিয়ের আগে পরিবারের
পক্ষ থেকে জিজ্ঞেস করলে তা অস্বীকার করে প্রেমিক রাসেল। পরে প্রেমিকার পরিবার দেখে শুনে বিয়ে দেয়।
বলছিলাম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৫ নং পূর্ব গুপ্টি ইউনিয়নের ৮ নং ওয়াডের মানুরি গ্রামের বক্সি পাটওয়ারি বাড়ির রাসেল (২০) ও একই বাড়ির সোনিয়ার (১৮) কথা।
প্রেমিকার বিয়ের আট মাস পর গত শুক্রবার জুম্মার নামাজের সময় রাসেল- সোনিয়া লাপাত্তা।
প্রেমিকার মামাতো ভাই পপুলার বিডিনিউজ ডটকমকে বলেন, তাদের সম্পর্কের কথা জানলে আমরা তাকে জিজ্ঞেস করি কিন্তু সে তা অস্বীকার করে। তাই আমরা মেয়েকে বিয়ে দেই অন্য ছেলের সাথে। এখন মেয়ের বিয়ের হলো ৮ মাস ছেলে মেয়েকে নিয়ে পালিয়ে যায়।
রনি আরো বলেন,তারা চলে যাওয়ার পর আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু রাসেলের ফোন প্রতিনিয়তই বন্ধ পাচ্ছি।