ইলিশ মাছ খেয়ে বাসায় ফেরা হলো না আসিফের
আনিছুর রহমান সুজন
Link Copied!
ফরিদগঞ্জ উপজেলার বন্ধুদের সাথে ইলিশ মাছ খেয়ে ঘরে ফেরা হলো না আসিফ (১৯) নামে এক যুবকের। সড়ক মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়। বৃহস্পতিবার উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ফরিদগঞ্জ-হরিনা ফেরিঘাট সড়কে এই ঘটনা ঘটে।
নিহত আসিফ উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্নি দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেন এর পুত্র।
আসিফের বন্ধু জাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ইলিশ মাছ খাওয়ার জন্য বাড়ি থেকে ৩টি মোটর সাইকেলে ৬ জন বন্ধু মিলে চাঁদপুর-শরিয়তপুর ফেরি ঘাট হরিণা যাই। সবাই মিলে ইলিশ মাছ খেয়ে বাড়ীর ফেরার পথে ফরিদগঞ্জ- হরিনা ফেরিঘাট সড়কের আইলের রাস্তার পাশাপাশি মোড় ঘুরতে গিয়ে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় আসিফ।
দ্রুত তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।