রান্ধুনীমুড়ায় দুইটি সড়ক পাকাকরণের কাজ উদ্বোধন করলেন মেয়র
হোসেন বেপারী
Link Copied!
হাজীগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ড রান্ধুনীমুড়ায় দুইটি সড়ক পাকাকরণের কাজ উদ্বোধন করলেন মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
বৃহস্পতিবার সকালে রান্ধুনীমুড়া ছলেমান বেপারী বাড়ী ও হাজী আমিনুল হক বাড়ীর দুইটি সড়ক পাকা করণের কাজ শুরু হয়।
জানা গেছে, ছলেমান বেপারী বাড়ীর সড়ক ৪৩০ ফুট ও হাজী আমিনুল হক বাড়ীর সড়ক ২৩০ ফুট পাকাকরণ হচ্ছে।
ওই সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ও ২ নং প্যানেল মেয়র শুকু মিয়া, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সেলিম ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এসএম মিরাজ মুন্সীসহ এলাকার সুধীজন।