চাঁদপুরে আরও ১৯ জনের করোনা শনাক্ত
চাঁদপুর জেলায় আরও ১৯ জনের করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। নতুন ১৯জনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১শ’ ২০জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৬৫জন। সোমবার পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৪০৪জন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাগেছেন, আজকে ঢাকা থেকে রিপোর্ট এসেছে ৫৫টি।
এর মধ্যে পজিটিভ ১৯টি এবং নেগেটিভ রিপোর্ট ৩৬টি। আজকে আক্রান্ত ১৯ জনের মধ্যে চাঁদপুর সদরের ১০জন, হাইমচরে ৪জন, মতলব দক্ষিণে ৪জন, মতলব উত্তরে ১জন।
আজকে পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত ১ হাজার ১শ’ ২০জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৪৪৯, হাইমচরে ৮৩, মতলব উত্তরে ৭৪, মতলব দক্ষিণে ১২৬, ফরিদগঞ্জ ১২১, হাজীগঞ্জ ১১১, কচুয়া ৫০ ও শাহরাস্তিতে ১১৯জন।
আজকে পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা ৬৫জন। এর মধ্যে চাঁদপুর সদরে ১৯, ফরিদগঞ্জে ৯, হাজীগঞ্জে ১৬, শাহরাস্তি ৪, কচুয়া ৫, মতলব উত্তরে ৮, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১জন।