বাজেট ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা
বিশ্বখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন, ‘জীবন চলার পথে বাধা আসতেই পারে। তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই শুরু করতে হবে। তাই সব প্রতিকূলতা দূর করে পরিবর্তিত পরিস্থিতিতে পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার নতুন বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জিডিপি প্রবৃদ্ধি ধরেছেন ৮ দশমিক ২ শতাংশ।
বৃহস্পতিবার বিকালে সংসদের অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। এটি দেশের ৪৯তম এবং অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট। এবারের বাজেটে সরকারকে যেমন অর্থনীতির ধস ঠেকানোর কথা ভাবতে হয়েছে, সে সঙ্গে চিন্তা করতে হয়েছে মানুষের জীবন বাঁচানোরও।
বাজেটে অর্থমন্ত্রীর প্রধান লক্ষ্য, অর্থনীতির ক্ষত সারিয়ে তোলা ও করোনা মোকাবিলা। আর এ জন্য আগামী অর্থবছরের (২০২১-২২) বাজেটের আকার ধরা হয়েছে পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা, যা জিডিপির ১৭ দশমিক ৯ শতাংশ। চলতি অর্থবছরের বাজেটের আকার পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। সে হিসাবে নতুন বাজেটের আকার ৪৪ হাজার ৮১০ হাজার কোটি টাকা বেড়েছে। এদিকে ইতিহাসের বড় দুঃসময়ে মানবজাতি। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব অর্থনীতি টালমাটাল। পাল্টে গেছে বাংলাদেশের অর্থনীতির সব হিসাব-নিকাশও। একদিকে জীবন রক্ষার প্রাণান্তকর প্রচেষ্টা, অন্যদিকে অর্থনীতি পুনরুদ্ধারের লড়াই। করোনাকালে টিকে থাকার পরীক্ষা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সামনে। ইতিহাসের নজিরবিহীন এ সংকট মোকাবিলায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছেন।