করোনায় আক্রান্ত হয়ে সংগীত পরিচালক ওয়াজিদের মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ১, ২০২০ | ৭:১৮
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ১, ২০২০ | ৭:১৮
Link Copied!

সংগীত পরিচালক সাজিদ-ওয়াজিদ জুটির ওয়াজিদ আর নেই। সোমবার ভোরের দিকে টুইট করে এ খবর নিশ্চিত করেন সংগীত পরিচালক সেলিম ও গায়ক সোনু নিগম। তবে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই ওয়াজিদের মৃত্যু হয়েছে কি-না তা এখনও স্পষ্ট নয়।

বলিউডে সাজিদ-ওয়াজিদ দুই ভাইয়ের জুটি খুবই জনপ্রিয় ছিল। সেই দুই সংগীত পরিচালকের মধ্যেই একজন চলে গেলেন।

সংগীত পরিচালক সেলিম এক টুইট বার্তায় জানান, ‘সাজিদ-ওয়াজিদের মধ্যে আমার ভাই ওয়াজিদ খানের মৃত্যুর খবরে ভেঙে পড়েছি। তার পরিবারকে যেন আল্লাহ শক্তি দেন। সাবধানে যেও ভাই ওয়াজিদ। তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আমাদের জগতে এটা একটা বড় ক্ষতি। আমি শোকাহত।’

বিজ্ঞাপন

বলিউড সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই ওয়াজিদের শরীরটা ভালো যাচ্ছিল না। কিন্তু ঠিক কী হয়েছিল তা এখনও জানা যায়নি।

পরিচালক-লেখক মিলাপ টুইট করে জানিয়েছেন, ‘ওয়াজিদকে রবিবার হাসপাতালে ভর্তি করা হয়। আমি শুনেছিলাম আজ (রবিবার) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে একটি মেসেজ পাঠিয়েছিলাম। কিন্তু সেটা ডেলিভার্ড হয়নি। এখন এই খারাপ খবরটা পেলাম।’

ললিত পণ্ডিতের সাথে মুন্নি বদনাম হুয়ি (দাবাং) গানের সংগীত পরিচালনা করেছিলেন ওয়াজিদ খান। এছাড়াও মুন্না বদনাম হুয়া (দাবাং থ্রি), সুরিলি আখিও ওয়ালে (বীর), মাশাআল্লাহ (এক থা টাইগার), সোনিকে নাখরে (পার্টনার) সহ বহু জনপ্রিয় গানের সংগীত পরিচালক ছিলেন তিনি।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মটর সাইকেল মেকানিক আটক ফরিদগঞ্জে সেবার আলোর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ফরিদগঞ্জে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে ৬ অবৈধ ইটভাটা মতলব উত্তরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া মতলব উত্তরে বিপুল পরিমাণ চায়না দুয়ারী চাঁই ও কারেন্ট জাল জব্দ চারশোর উপরে মাজার ভাঙ্গার একটা আসামীও বন্ধি হয়নি: সৈয়দ বাহাদুর শাহ্ বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার লক্ষ্যে বিশেষ আইন হচ্ছে এবার ঈদে নতুন নোট বিনিময় হবে না তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সকল নেতাকর্মী ভেদাভেদ ভুলে এক কাতারে আসতে হবে: তানভীর হুদা চুরি করতে গিয়ে ধরা, মোবাইল ঘেঁটে বেরিয়ে এলো ধর্ষণের পর হত্যার তথ্য ভুট্টা ক্ষেতে পড়ে ছিল যুবকের রক্তাক্ত মরদেহ মাগুরার সেই শিশুটি চোখের পাতা নেড়েছে, তবে উন্নতি খুব সামান্য: প্রধান উপদেষ্টার প্রেস উইং কচুয়ায় বাক-প্রতিবন্ধি ধর্ষণ, সন্তান প্রসবের পর মৃত্যু, অভিযুক্ত ধর্ষক জেলহাজতে কথা বললেই মামলার সংখ্যা বাড়ে: পলক নারী চিকিৎসক দিয়ে নারী মরদেহের ময়না তদন্ত করতে রিট প্রথমবারের মতো ছাত্রদলের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ঈদ সামনে রেখে বে‌শি বে‌শি রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা অনলাইন ব্যবসায়ীদের জন্য হাইকোর্টের নয় নির্দেশনা মতলব দক্ষিণে কয়েলের আগুনে পুড়লো বাস
error: Content is protected !!