হাজীগঞ্জে সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের পক্ষে হাজীগঞ্জ উপজেলা প্রসাশন, উন্নয়ন কমিটি ও উপজেলা আওয়ামী যুবলীগের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলা চত্ত্বরে শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, উপজেলা উন্নয়ন কমিটির আহবায়ক অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, যুগ্ম আহবায়ক হাজী মো. জসীম উদ্দীন, পৌর আওয়ামীলীগের সম্মানিত সদস্য রোটা. আহসান হাবীব অরুণ, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল ও যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল প্রমুখ।
উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল জানান, জাতীয় শোক দিবসে দুপুরে দুইটি এতিমখানায় খাবার বিতরণ করা হবে। এছাড়া সকালে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ করা হয়।