আমার মুজিব
আমার মুজিব ১৯২০, ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে শেখ লুৎফর রহমান, সায়েরা খাতুনের কোলে জন্মগ্রহণ করেন।
১৯২৭: প্রাথমিকে ভর্তি, ১৯২৯: তৃতীয় শ্রেণিতে, ১৯৩৪: বেরীবেরি রোগে আক্রান্ত, ১৯৩৮:১৬ জানুয়ারি মিশনারি স্কুলে প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের সাথে সাক্ষাত, ১৯৩৮: ১৮ বছরে বিবাহ করেন।
১৯৪৪: বঙ্গ মুসলিমলীগে যোগদান, ১৯৪৮: রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গ্রেফতার, ১৯৫২: ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের হত্যার তীব্র নিন্দা জানান।
১৯৫৪: যুক্তফ্রন্ট জয়লাভ, ১৯৬৬ : ৬ দফা পেশ, ১৯৬৯:২৩ ফেব্রুয়ারি “বঙ্গবন্ধু” উপাধি পান। ১৯৭০: নির্বাচনে জয়লাভ। ১৯৭১: ৭ মার্চ রের্সকোর্স ময়দানে ভাষণ, ২৫ মার্চ কালরাত্রির পর ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন, গ্রেফতার হন। ১৯৭২: ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন, ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী হন। ১৯৭৪: ২৩ সেপ্টেম্বর প্রথম বাঙ্গালী নেতা হিসাবে জাতিসংঘে বাংলায় ভাষণ দেন।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকদের নির্মম গুলিতে স্বপরিবারে শহীদ হন আমার মুজিব।