বিথী নন্দীর দুইটি কবিতা
প্রাপ্তি
সবাই পাচ্ছে অমূল্য রতন, আমার কপালে জুটছে খড়কুটো
সবাই পড়ছে হাই হিল, আমি পাচ্ছি ছেঁড়া জুতো।
সবাই তুলছে পদ্ম গোলাপ, আমি তুলছি কচুরিপানা
এ জীবনে পাবো না কিছুই আর সে তো আমার জানা;
বৃথা চেষ্টায় বেঁধেছি ছাউনি, স্বপ্ন বনের দেশে;
সমাজের নিষ্ঠুর জালে ছাউনি ধ্বংস হবে অবশেষে!
ছিলোনা আমার স্বপ্ন দেখায় কোনরকম ঘাটতি
জানিনা কোন পাপের শাস্তিতে মিললো এমন প্রাপ্তি!
জীবন
ক্ষীণ হয়ে এসেছে প্রদীপের শিখা;
বাতাস ঝাপটে পড়ছে আগুণের উপর;
শীর্ শরীর, জীর্ণ চোখ দ্বয়
বুকের কাছটা ধড়ফড় করছে;
একসময়ের তাগড়া প্রাণ,মনমোহিনী মায়ার আভা যার;
কেড়েছিলো হাজারো চোখের দৃষ্টি;
শৌর্যে,দীপ্তিতে পরিপূর্ ছিলো যে;
চঞ্চল, সতেজ প্রাণে, ছিলো তার দৃপ্ত পদচারণা।
কত প্রাপ্তি কত হারানো তার মনের
কত দীর্ঘশ্বাস, কত উপহাস এক জীবনের
আজ তার ঘরের প্রদীপ নিভু নিভু;
এ জগতে হায়, পাওয়া না পাওয়ায়
গড়িয়ে যায় দিন, পেরিয়ে যায় সময়;
কালচক্রের ষড়যন্ত্রে হঠাৎ যেন
সমাপ্তির আগমণ হয়।