হাইমচরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ১০
হাইমচর প্রতিনিধি
Link Copied!
হাইমচর উপজেলার আলগী দক্ষিন ইউনিয়নের পূর্বচরকৃঞ্চপুর গ্রামের সর্দার বাড়িতে জমি সংক্রান্ত জের ধরে মাহবুব রহমান সর্দার ও আঃ লতিফ সর্দারের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিৎকিসার জন্য ভর্তি করা হয়।
গতকাল ৯ আগষ্ট সকালে হাইমচর উপজেলার সর্দার বাড়িতে পারিবারিক ভাবে জায়গায় (জমি) নিয়ে শালিসি শেষে এক পর্যায় উভয়ের মধ্যে দাওয়া পাল্টা দাওয়ায় ঊভয়ের বসত ঘর ভাংচুরসহ ১০ জন আহত হয়েছে। আহতরা হলেন, মোঃ জাকির সর্দার, সজীব, কুলছুমা,জিয়াউর রহমান, মাকসুদা, মাহবুর রহমান সর্দার, শামছুর নাহার, শাহআলম মিজি, রাসেল সর্দার, ইউসুফ মিয়া। এ ঘটনায় হাইমচর থানায় উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছে।