হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর ক্ষতি প্রায় ৫০ লক্ষ টাকা
গত সোমবার দিবগত রাত ১টার দিকে হাজীগঞ্জ. বাজারের টিন পট্টির সামনের গলিতে অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। সে অগ্নিকাণ্ডের কয়লার স্তুপে বৃহস্পতিবার একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
বিবর্ণ মুখমণ্ডল করুণ দৃষ্টি দিয়ে এদিকে সেদিক তাকাচ্ছেন। কাছে গিয়ে কথা বলতে চাইলে অশ্রসিক্ত হয়ে পড়েন তিনি।
পরিচয় জানতে চাইলে বলেন, আমি পুড়ে যাওয়া অনির্বাণ ফার্নিসার এন্ড ডোরের স্বত্তাধিকার ফেরদৌস আলম পাটোয়ারী। তিনি বলেন, অগ্নিকাণ্ডের পর তিনি শারিরীক ও মানসিকভাবে অসুস্থ্য হয়ে বাসায় ছিলেন এ তিনদিন। আজ বাজারে এসে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কয়লার স্তুপের উপরে নি:স্বপ্ন হয়ে দাঁড়িয়ে আছি। তিনি কয়লার বিশাল স্তুপ দেখিয়ে আরো বলেন, এখানেই আমার ব্যবসা প্রতিষ্ঠান ছিল। এখন সব কয়লা হয়ে আছে। ৫০ লক্ষ টাকার মালামাল ছিল দোকানে। ১১ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে অনির্বাণ ফার্নিচার এন্ড ডোর নামে ব্যবসা প্রতিষ্ঠানটি গড়ে তুলি। প্রতিষ্ঠানটি গড়ে তুলতে ব্যাংক থেকে লোন নেই। এখন আর কিছু নেই আমার। চোখের সামনেই নিজের গড়া সম্বলটুকু ছাই হয়ে যেতে দেখেছি।
সোমবারের অগ্নিকাণ্ডে অনির্বাণ ফার্নিচার এন্ড ডোরসহ ৩৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রন আনতে দমকল বাহিনীর ৪টি ইউনিটকে প্রায় দু ঘন্টা কাজ করতে হয়েছে।