আজ মরহুম হুমায়ুন কবির মিঞার ষষ্ঠতম মৃত্যু বার্ষিকী
মানুষ বেঁচে থাকে কর্মগুণে। মরহুম হুমায়ুন কবির মিঞা এমন একজন মানুষ। ধৈর্য্য ও মননশীল সদালাপী হিসেবে চাঁদপুরের ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজারের মানুষের হৃদয়ে ছিলেন, আছেন, থাকবেন।
আজ ৭ আগস্ট। শুক্রবার। ২০২০ সাল। একজন বিশিষ্ট ব্যবসায়ী মরহুম হুমায়ুন কবির মিঞা। তিনি ২০১৪ সালের ৭ আগস্ট, বৃহস্পতিবার
ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আজ ছয় বছর হয়ে গেল হাজীগঞ্জ বাজার ব্যবসায়ীদের সুখ-দুখের সাথী মরহুম হুমায়ুন কবির মিঞার চলে যাওয়া।
বিশিষ্ট ব্যবসায়ী মরহুম হুমায়ুন কবির মিঞা হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির দুইবার সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং রোটারী ক্লাব অফ হাজীগঞ্জের প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেছিলেন। তৎকালীন সময়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিস্তি এন্টারপ্রাইজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী হিসেবে ব্যবসা পরিচালনা করেন তিনি।
মরহুমের এই মৃত্যু বার্ষিকীতে দোয়া চেয়েছেন একমাত্র পুত্র রোটা. মেহেদী হাছান ফিরোজ। ফিরোজ বলেন, ‘বাবার আজ ষষ্ঠ মৃত্যু বার্ষিকী। বাবার হাতে গড়া ব্যবসা প্রতিষ্ঠানে আসলে খুব বেশি মনে পড়ে। বাবার সমবয়সী শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ ও আমাদের পরিবারের শুভানুধ্যায়ীদের কাছে বাবার জন্য দোয়া চাই। আল্লাহ যেন বাবাকে বেহশত নসিব করে।’