১১৭৩ বার রক্ত দিয়েছেন জেমস হ্যারিসন
ছবিতে যাঁকে দেখছেন তিনি জেমস হ্যারিসন (James Harrison), বর্তমান বয়স ৮১ বছর। তাঁর রক্তে রয়েছে Rho(D) Immune Globulin নামের একটি দূর্লভ এন্টিবডি যা রেসাস এনিমিয়া (+ve এবং -ve রক্তের গ্রুপের পিতামাতার সন্তান ধারনের ফলে সৃষ্টি হয়) নামের একটি ভয়ঙ্কর রোগের চিকিৎসায় প্রয়োজন হয়। তাঁর বয়স যখন ১৮ তখন থেকেই তিনি রক্তদান শুরু করেন (১৮ বছর বয়সের আগে রক্ত দান বৈধ নয়) এবং খুব শিঘ্রি তাঁর রক্তে দূর্লভ এন্টিবডিটি আবিষ্কার করেন। তারপর থেকে কয়েক সাপ্তাহ অন্তর তিনি রক্ত দিয়ে আসছেন। তবে তাঁর রক্তের রক্তরস (প্লাজমা) টুকুই এন্টিবডি সংগ্রহের জন্য যথেষ্ট এবং দুই-তিন সাপ্তাহ অন্তর প্লাজমা দান করা যায় এবং এন্টিবডি বিতরণের জন্য তাঁকে বেশ ঘন ঘন রক্ত দান করতে হয়। ২০১১ এর মে মাসে তিনি ১০০০ তম বারের রক্ত দানের মাইল ফলকে পৌঁছান। ২০১৮ সালে তিনি শেষ এবং ১১৭৩ তম বার রক্ত দান করেন। এই যাবৎ তিনি ২৪ লাখের বেশি শিশুকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। তাঁকে the man of golden arm নামে আখ্যায়িত করা হয়।
(সংগৃহীত)