সেনাপ্রধানের খাদ্য সহায়তা পেলেন দুস্থ অসহায় পরিবার

মাহফুজ মল্লিক
আপডেটঃ জুলাই ২০, ২০২০ | ১১:৪৫
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুলাই ২০, ২০২০ | ১১:৪৫
Link Copied!

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এম এ আজিজ আহমেদ এর পক্ষ থেকে মতলব দক্ষিণ উপজেলার দরিদ্র ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। ১৯ মতলব দক্ষিণ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রুনুর তত্ববধানে গত ১৯জুলাই মতলব সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন চাঁদপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।


সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীনের সভপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মবিন সুজন, মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি লিয়াকত হোসেন প্রধান, উপজেলা বন কর্মকর্তা, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জহির সরকার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।এ সময় উপস্থিত ছিলেন, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম নুরু, উপজেলা আওয়ামীলীগ নেতা দেওয়ান মোঃ রেজাউল করিম, ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, ইকবাল হোসেন পাটোয়ারী, হানিফ চৌধুরী, ফারুক আহম্মেদ বাদল, উপাদী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা,মতলব পৌর ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভসপতি জহিরুল ইসলাম হাজরা, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম আলেক, যুগ্ম আহবায়ক বাদল নন্দী, উত্তম ঘোষ, আল এমরান চৌধুরী, গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শ্যামল চন্দ্র দাস, মতলব পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বশির চৌধুরী, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সহ-সভাপতি রিপন পাটোয়ারী, ক্রীড়া সম্পাদক আহসান মৃধা, সাবেক ছাত্রনেতা বাদল ফরাজী, ছাত্রলীগ নেতা লিখন সরকার, মোঃ সবুজসহ দলীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
এইচএসসি পরীক্ষার ফল ১৫-১৭ অক্টোবরের মধ্যে বিশ্বকাপ খেলতে নেমেই নতুন রেকর্ড গড়লেন জ্যোতি ‘আয়নাঘরের’ প্রমাণ পেয়েছে গুম কমিশন, জমা পড়েছে ৪০০ অভিযোগ দুই দিনের বৃষ্টিতে হাজীগঞ্জে জলাবদ্ধতা বাংলাদেশের আগামীর গর্ব হামজা : ফিফা অন্তর্বর্তী সরকারের মেয়াদ ২ বছর চান ৫৩ শতাংশ ভোটার: জরিপ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকা চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩০ লাভের অংশ নির্ধারণ করে টাকা বিনিয়োগ করা জায়েজ? গণত্রাণের ৮ কোটি টাকা যাচ্ছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হাজীগঞ্জে দুর্গাপূজায় যে সব প্রস্তুতি প্রসাশনের মতলবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ : একজন গুলিবিদ্ধ হাজীগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশ  অক্টোবরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আছে বন্যার শঙ্কা ফরিদগঞ্জ লেখক ফোরামের ফ্রি মেডিকেল ক্যাম্প খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি সাড়ে আট হাজার কোটি টাকা বাজেট সহায়তা পাচ্ছে বাংলাদেশ মতলব দক্ষিণে নির্মাণাধীন বাড়ি থেকে আ.লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার চাকরি হারালেন জ্যোতিকা জ্যোতি হাজীগঞ্জে দ্বাদশগ্রাম ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন ‘আড়াই’ দিনের টেস্টেও বাংলাদেশের হার