করোনাকালে ফুটবল পায়ে থেমে নেই স্কুল শিক্ষার্থীরা
হোসেন বেপারী
Link Copied!
করোনা কালেও ফুটবল পায়ে থেমে নেই স্কুল শিক্ষার্থী সহ নানা পেশার খেলোয়াররা। করোনা দিয়েও ফুটবল পায়ে দেখা যাচ্ছে। হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমূড়া ১১ নং ওয়াড র্শিক্ষার্থী সহ নানা পেশার খেলোয়ারদের। বড় -ছোট দুই দলের খেলা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার বিকাল ৪ টায় রান্ধুনীমূড়া ১১ নং ওয়াড সেকান্তর আলী বেপারী বাড়ি সংলগ্ন মাঠে।খেলাটি পরিচালনা করেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এস এম মিরাজ মুন্সী। খেলার ফলাফল ৬-০ গোলে বিজয়ী হয় ছোটরা। আরিফ ২, ওসমান ২ৎ, নুর মোহাম্মদ ১, আত্তগাতিক ১ গোল দিয়ে দলকে ৬-০ গোলে বিজয়ী করে।