এতো ক্ষিপ্ত কেন বিশাল শপিং সেন্টার?
#পপুলার বিডিনিউজ রিপোর্ট
হাজীগঞ্জ বাজারের বিশাল শপিং সেন্টারের মালিকপক্ষ এতো ক্ষিপ্ত কেন? সাংবাদিককে লাঞ্ছিত করে হুমকী ধামকী পযর্ন্ত দিয়েছেন।
বিশাল শপিং সেন্টার কি হয়েছিল- বিস্তারিত পড়ুন।
প্রশাসন ঘোষিত লকডাউন উপেক্ষা করে দোকানের অর্ধেক ঝাঁপ খোলা রেখে কৌশলে ব্যবসা পরিচালনা করছে এই বিশাল শপিং সেন্টার । প্রশাসন চারবার অভিযান চালায় এই শপিং সেন্টারে।
শুক্রবার প্রশাসনের সাথে যান সাংবাদিক মজিবুর রহমান রনি। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে তাকে লাঞ্ছিত করে।
জানতে চাইলে মি. মজিবুর রহমান রনি বলেন, শুক্রবার দুপুর ১১টার সময় চাঁদপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে সাগরিকা বিশাল শপিং সেন্টারের মালিক মনির হোসেন ও স্বপ্ন এক্সক্লুসিভ’র ডিলার নজরুল ইসলামের নেতৃত্বে আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। তারা আমাকে গালিগালাজ করে বলে “যত টাকা লাগুক তোরে মাইরা পালামু”। পরে পুলিশ ও সাংবাদিকরা আমাকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে হাজীগঞ্জ থানায় মামলার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।
তবে এ বিষয়ে বিশাল শপিং সেন্টারের পরিচালক মি. মনির হোসেন বলেন, মজিবুর রহমান রনি নিজেই প্রশাসনের সাথে এসে আমার সাটার খুলে ভিতরে ঢুকে পড়েন। এবং ফেসবুকে লাইভ দেয়। এতে আমার মানহানি হয়েছে।
এদিকে করোনায় সচেতন মহল বলছেন, যেখানে করোনায় লকডাউন, সেখানে বিশাল শপিং সেন্টারের ব্যবসা পরিচালনা করা উচিত নয়। প্রশাসনের নির্দেশনা মেনে চলা উচিত।