প্রতিবন্ধী মোস্তফাকে হুইল চেয়ার দিলো রোটারী ক্লাব অফ হাজীগঞ্জ
ডেস্ক নিউজ
Link Copied!
আট বছর আগে দুর্ঘটনায় প্রতিবন্ধী হয়ে পড়েন কর্মঠে মোস্তফা। মঙ্গলবার হাজিগঞ্জ পৌরসভার কার্যালয় হুইলচেয়ার পেয়ে আত্মতৃপ্তিতে মনটা ভরে গেছে বলে অনুভূতি প্রকাশ করেন।
প্রতিবন্ধি মোস্তফা হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড খান বেপারী বাড়ীর মৃত আবদুস ছোবহানের ছেলে।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রোটারী ক্লাবের ট্রেইনার আলী আশরাফ দূলাল, প্রেসিডেন্ট আফাকুল আলম চৌধুরী, এ্যসিস্টেন গর্ভনর,২০-২১ জাফর আহম্মেদ ও প্রেসিডেন্ট ২০-২১ নিশান রহমান প্রমুখ।
রোটারী নেতৃবৃন্দ জানান, রোটারী ক্লাব আব হাজীগঞ্জ সবসময় মানবিক সহায়তায় কাজ করে আসছে। করোনাকালে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।