দুই বন্ধু মোটরসাইকেল চালাতে গিয়ে, এক বন্ধুর মৃত্যু
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
হাজীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় মারা গেল স্কুুলছাত্র তামজিদ হোসেন শিহাব (১৬)। রোববার বিকালে উপজেলার সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিহাব রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে ওই গ্রামের মুন্সী বাড়ির মো. সেলিমের ছেলে।
জানা গেছে, দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয় শিহাব। পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।