বড়কুলের ৪৫ মসজিদের ইমামরা পেলেন প্রধানমন্ত্রীর অনুদান
হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের ৪৫ টি মসজিদের ইমামদের কাছে ৫ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে এ চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য শেষে চেক বিতরণ করেন ৬নং বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো.কবির হোসেন। এসময় উপস্হিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন নেতৃবৃন্দ সহ মসজিদের ইমামগণ।
ইতিমধ্যে সুষ্ঠুভাবে প্রায় ৪৫টি মসজিদে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। এতে মসজিদ কমিটির লোকজন প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে অত্র ইউনিয়নের বেশ কয়েকটি মসজিদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অনুদানের তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। বাদ পড়ার বিষয়ে চেয়ারম্যান কবির হোসেন ইসলামিক ফাউন্ডেশন এর কর্মকর্তার কাছে জানতে চাইলে বলেন বাদ পড়া মসজিদগুলোতে পর্যায়ক্রমে চেক দেয়া হবে।