চেয়ারম্যান আবদুল হাই এর মৃত্যুতে কচুয়া বিএনিপর শোক প্রকাশ
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
চাঁদপুর জেলা কচুয়া উপজেলা ১০নং ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক, হাজী আব্দুল হাই মুন্সি ঢাকা হসপিটালে মঙ্গলবার সকাল ৯টায় ইন্তেকাল করেছেন- ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
তিনি দীর্ঘদিন হৃদক্রিয়ায় সমস্যা, শ্বাসকষ্ট ও সর্বোপরি করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি কুমিল্লা শাহপুর দরবার শরীফের একনিষ্ঠ মুরিদান ও খাদেম ছিলেন ,তিনি একাধারে একজন রাজনৈতক, সামাজীক, দানবীর, বহু দ্বীনি ও সামাজিক প্রতিষ্ঠান এর সাথে জড়িত ছিলেন, মরহুমের মৃত্যুতে কচুয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমরা গভীর ভাবে শোকাহত, আমরা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
শোকান্তে- এ.এস.এম মনজুর আহমেদ সেলিম
যুগ্ম সাধারণ সম্পাদক, কচুয়া উপজেলা বিএনপি।