১ জন থেকে ৫৯ হাজার জনে ছড়াতে পারে করোনা!

ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৪:২৫
ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৪:২৫
Link Copied!

নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত কোনো ব্যক্তি সঙ্গনিরোধ কিংবা সামাজিক দূরত্বের নিয়ম মেনে না চললে প্রাকৃতিক ইকোসিস্টেমের মাধ্যমে তার দ্বারা ৫৯ হাজার মানুষ আক্রান্ত হতে পারেন! ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইনটেনসিভ কেয়ার মেডিসিনের প্রফেসর ডাঃ হিউ মন্টগোমেরি এমন দাবি করেছেন।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৮ হাজার ৭৭ জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪২২ জন। দেশটিতে আরও ভয়াবহ পরিস্থিতি আসতে পারে। তার আগে নিজ দেশের মানুষকে সতর্ক করতে ভাইরাসটির সংক্রমণ প্রবণতা নিয়ে গবেষণায় নামেন মন্টগোমেরি।

চ্যানেল ৪’কে দেয়া সাক্ষাৎকারে এই চিকিৎসক বলেন, ‘সাধারণ ফ্লুতে আমি আক্রান্ত হলে প্রাথমিকভাবে আমার দ্বারা ১.৩ অথবা ১.৪ জন মানুষ সংক্রমিত হবেন। ওই ১.৩ অথবা ১.৪ জন মানুষ সঙ্গনিরোধ অবস্থায় না গেলে দ্বিতীয় ধাপের আক্রমণ শুরু করবে। এভাবে ১০টি চক্র পূরণ হবে। ওই দশটি চক্র আবার দশটি স্তরে ভাগ হয়ে যায়।’

বিজ্ঞাপন

‘নভেল করোনা ভাইরাস এভাবে কয়েক গুণ বেশি স্তরের জন্য দায়ী। সেই স্তরগুলোতে একক কোনো ব্যক্তির থেকে ৫৯ হাজার জন পর্যন্ত আক্রান্ত হতে পারেন!’

যারা সামাজিক দূরত্ব বজায় রাখছেন না তাদের সচেতন করে মন্টগোমেরি বলেন, ‘আমি কম গুরুত্ব দেয়ার কথা বলতে চাই না। শুধু বলতে চাই ব্যাপারটি কুৎসিত পর্যায়ে চলে যাবে। আপনি দূরত্ব বজায় না রাখলে সমাজের বড় একটি অংশকে ভয়ংকর পরিস্থিতিতে পড়তে হবে।’

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
‘মিঠা পানিতে ইলিশকে ডিম ছাড়ার সুযোগ করে দিতে হবে’ দুষ্কৃতিকারীরা রাতে বিদ্যুৎ না থাকার সময়টা বেছে নেন: জেলা প্রশাসক শারদীয় দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সহযোগিতা করবো: তানভীর হুদা  এইচএসসি ও সমমানের ফল ১৫ অক্টোবর চাঁদপুরে অবৈধ অস্ত্র’সহ পাঁচ সন্ত্রাসী গ্রেফতার  সকলে ঐক্যবদ্ধ হয়ে মা ইলিশ রক্ষা করতে হবে: জেলা প্রশাসক বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. ইউনূস মতলব উত্তরে সম্প্রতি সমাবেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবেনা: জেলা প্রশাসক আলাউদ্দিন আরিফ সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন  হাজীগঞ্জে ২৯ মন্ডপে হবে দুর্গাপূজা: সভা মঙ্গলবার  অস্ট্রেলিয়ায় সন্তান নিহত হলেও বাবা-মা জানেন হাসপাতালে ভর্তি কচুয়ায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাময়িক বরখাস্ত সড়ক এখন মরণ ফাঁদ! আমড়া নাকি জাম্বুরা, কোনটি বেশি উপকারী চাঁদপুরে ৪০ টাকায় বিখ্যাত ওয়ান মিনিটের আইসক্রিম ৮-৩১ অক্টোবর তিন পার্বত্য জেলা ভ্রমণে বিরত থাকার নির্দেশ আন্দোলনে নিহত ১০৫ শিশুর পরিবার ৫০ হাজার টাকা করে পাবে: শারমিন মুরশিদ কচুয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত  হাজীগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা