চাঁদপুরে প্রশাসনের চার কর্মকর্তাকে শুদ্ধাচার পুরস্কার প্রদান
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
চাঁদপুর জেলার জেলা ও উপজেলা প্রশাসনের চার জন কর্মকর্তাকে বিগত এক বছরের পারফরম্যান্স এর উপর ২০২০ সালের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মাজেদুর রহমান খান।
ওইসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান , জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পুরস্কার প্রাপ্তরা হলেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম, চাঁদপুর সদরে কর্মরত অফিস সহকারী কাম সিএ সাইফুল আলম ও জেলা প্রশাসনের অফিস সহকারী কাম সিএ আবুল কালাম আজাদ।
পুরস্কারপ্রাপ্ত সকলকে পপুলার বিডিনিউজ ডটকম এর পক্ষ থেকে অভিনন্দন।