জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় মতলবে ১২ ইউপি চেয়ারম্যান অনুপস্থিত

মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ১১, ২০২০ | ৯:৩৬
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ১১, ২০২০ | ৯:৩৬
Link Copied!

মতলব উত্তর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনকল্পে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

সভায় উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে ১২ ইউপি চেয়ারম্যান অনুপস্থিত থাকায় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনকল্পে প্রস্তুতি সভায় তারা অনুপস্থিত অথচ প্রত্যেক ইউনিয়ন চেয়ারম্যান নৌকার প্রতীকে নির্বাচিত হয়েছেন। তবে তারা কি কারণে অনুপস্থিত তা জানা যায়নি।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াতের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা আক্তার, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, ছেঙ্গারচর পৌর প্যানেল মেয়র আঃ মান্নান বেপারী, প্রাথমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূঞা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এম এ কুদ্দুস বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে ১৫ ই আগস্ট কালো রাত্রিতে তার সহ পরিবারকে নির্মমভাবে যারা হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত ফাঁসি দিতে হবে। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলার মাটিতে জন্ম গ্রহন না করলে আমরা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে কখনো পেতাম না। তাই সবাই মিলে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে কাজ করে যাব।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে  সড়ক দুর্ঘটনা দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনা দুই মোটরসাইকেল আরোহী নিহত চান্দ্রা বিকল্প সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাজারগাঁওয়ে ওয়ার্ড বিএনপির সম্মেলন ফরিদগঞ্জে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন আড়ুলী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরুষ্কার বিতরন জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক জাকির মজুমদার চাঁদপুরে পাঁচতলা থেকে ছিটকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু মিশর থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন হাসিনার শেষ ৫ বছরে ১৬ হাজারের বেশি হত্যাকাণ্ড দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ বাংলাদেশ তিন দফা জানাজা শেষে শায়িত হলেন বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আহাম্মদ স্যার চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার ও ১০টি বাল্কহেডসহ ৩৮ জন আটক হাজীগঞ্জে পানিতে ডুবে এক বছরের শিশুর মৃত্যু ফিল্মি স্টাইলে জিম্মি রুপালি ব্যাংকের শাখা, ডাকাতদের দুই দাবি বৃষ্টিবলয় শীতল: যেসব অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের আভাস বিশ্ব ইজতেমার তারিখ নিয়ে যা জানাল আলমি শুরা কচুয়ায় ফেনসিডিল’সহ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার নতুন পথের খোঁজে শাকিব