প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবসে ছাত্রলীগের সোহাগের উদ্যোগে মিলাদ ও দোয়া
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশ মোতাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে গণতন্ত্রের উন্নয়নে ও আধুনিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় অসামান্য অবদান রাখায় প্রধানমন্ত্রীর জীবন ও দীর্ঘায়ু কামনা করে শুক্রবার (১৭ জুলাই) বাদ জুমা ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
উপজেলা সদরস্থ দক্ষিণ কেরোয়া বায়তুল আমান জামে মসজিদে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম সুজন, সহ-সভাপতি হাফেজ আহম্মদ, যুগ্ম সম্পাদক রবিউল হোসেন, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী, সহ-সভাপতি সাখাওয়াত মিন্টু, হর্কাস লীগের সভাপতি সুমন প্রমুখ।