ফ্রি করোনা পরীক্ষার এখন লাগবে ফি !

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৯, ২০২০ | ৭:৩৬
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৯, ২০২০ | ৭:৩৬
Link Copied!

সরকার করোনা শনাক্তকরণ ফি সর্বনিম্ন ২০০ টাকা নির্ধারণ করেছে।

সোমবার (২৯ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়েল স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

বুথ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য ২০০ টাকা, বাসা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য ৫০০ টাকা এবং হাসপাতালে ভর্তি রোগীর নমুনা পরীক্ষার জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পরিপত্রে আরও বলা হয়, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ আরটি-পিসিআর টেস্টের মাধ্যমে নির্ণয় করা হয়। বর্তমানে এ পরীক্ষা সরকার বিনামূল্যে দিচ্ছে। ফলে কোনো উপসর্গ ছাড়াও অধিকাংশ মানুষ এ পরীক্ষা করানোর সুযোগ গ্রহণ করছেন।
‘এমতাবস্থায় কোভিড-১৯ এর সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য অপ্রয়োজনীয় কোভিড টেস্ট পরিহার করার লক্ষ্যে অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে ফি নির্ধারণ করা হলো।’

এতে আরও বলা হয়েছে, করোনা টেস্ট বাবদ আদায় করা অর্থ সরকারি কোষাগারে (কোড-১-২৭১৫-০০০০-১৮৬৩) জমা করতে হবে।

‘চিকিৎসা সুবিধা বিধিমালা-১৯৭৪ এর আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা সংক্রান্ত সব সুযোগ বাহাল থাকবে। এছাড়া মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরিব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয় পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সরকারি আদেশ বহাল থাকবে। সব সরকারি হাসপাতালের ক্ষেত্রে এ হার নির্ধারণ করা হলো।’

বিজ্ঞাপন

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর সর্বশেষ ২৮ জুন পর্যন্ত দেশে মোট রোগীর সংখ্যা এক লাখ ৩৭ হাজার ৭৮৭ জন। মৃত্যু হয়েছে এক হাজার ৭৩৮ জনের এবং সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৭২৭ জন।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে  সড়ক দুর্ঘটনা দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনা দুই মোটরসাইকেল আরোহী নিহত চান্দ্রা বিকল্প সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাজারগাঁওয়ে ওয়ার্ড বিএনপির সম্মেলন ফরিদগঞ্জে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন আড়ুলী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরুষ্কার বিতরন জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক জাকির মজুমদার চাঁদপুরে পাঁচতলা থেকে ছিটকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু মিশর থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন হাসিনার শেষ ৫ বছরে ১৬ হাজারের বেশি হত্যাকাণ্ড দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ বাংলাদেশ তিন দফা জানাজা শেষে শায়িত হলেন বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আহাম্মদ স্যার চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার ও ১০টি বাল্কহেডসহ ৩৮ জন আটক হাজীগঞ্জে পানিতে ডুবে এক বছরের শিশুর মৃত্যু ফিল্মি স্টাইলে জিম্মি রুপালি ব্যাংকের শাখা, ডাকাতদের দুই দাবি বৃষ্টিবলয় শীতল: যেসব অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের আভাস বিশ্ব ইজতেমার তারিখ নিয়ে যা জানাল আলমি শুরা কচুয়ায় ফেনসিডিল’সহ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার নতুন পথের খোঁজে শাকিব