থাইল্যান্ডের দেয়া শব্দ ‘আম্পান’

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১৯, ২০২০ | ৩:৪৯
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১৯, ২০২০ | ৩:৪৯
Link Copied!

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আম্পান’ ধীরে ধীরে বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে। ইতোমধ্যে ‘আম্পান’ নাম নিয়ে কৌতুহল দেখা দিয়েছে জনমনে। এর আগেও বিভিন্ন সময়ে ঘূর্ণিঝড়ের নাম ছিল মহাসেন, সিডর, আইলা, নার্গিস, ফণী ও বুলবুল ইত্যাদি। এর ধারাবাহিকতায় এ ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘আম্পান’।

ঘূর্ণিঝড়ের নাম প্রসঙ্গে আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, ওয়ার্ল্ড মিটিওরোলজিকাল অর্গানাইজেশন (ডব্লুএমও) ও এসক্যাপ এর অধীনস্থ আটটি দেশ— শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, ওমান, মায়ানমার, পাকিস্তান ও থাইল্যান্ড সিদ্ধান্ত নিয়ে এই অঞ্চলের সাইক্লোনের নামকরণ করে। এই অঞ্চল বলতে বঙ্গোপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগরে যেসব সাইক্লোন দেখা যায় সেগুলোর নামকরণ করে তারা।

‘আম্পান’ নামের উচ্চারণ প্রসঙ্গে আবহাওয়াবিদ রাশেদুর রহমান বলেন, ‘আম্পান’ ঝড়ের নাম দিয়েছে থাইল্যান্ড। থাইল্যান্ডের উচ্চারণের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা ‘প’ উচ্চারণ করার সিদ্ধান্ত নিয়েছি। এভাবেই মূলত ‘আম্পান’ নাম এসেছে।

বিজ্ঞাপন

শেষ খবর অনুযায়ী, আজ মঙ্গলবার (১৯ মে) শেষ রাতে অথবা বুধবার (২০ মে) বিকেল বা সন্ধ্যায় খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে অতিক্রম করতে পারে। এ সময় সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম জেলায় এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরে ভারী বর্ষণসহ ঘণ্টায় ১৪০-১৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মটর সাইকেল মেকানিক আটক ফরিদগঞ্জে সেবার আলোর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ফরিদগঞ্জে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে ৬ অবৈধ ইটভাটা মতলব উত্তরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া মতলব উত্তরে বিপুল পরিমাণ চায়না দুয়ারী চাঁই ও কারেন্ট জাল জব্দ চারশোর উপরে মাজার ভাঙ্গার একটা আসামীও বন্ধি হয়নি: সৈয়দ বাহাদুর শাহ্ বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার লক্ষ্যে বিশেষ আইন হচ্ছে এবার ঈদে নতুন নোট বিনিময় হবে না তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সকল নেতাকর্মী ভেদাভেদ ভুলে এক কাতারে আসতে হবে: তানভীর হুদা চুরি করতে গিয়ে ধরা, মোবাইল ঘেঁটে বেরিয়ে এলো ধর্ষণের পর হত্যার তথ্য ভুট্টা ক্ষেতে পড়ে ছিল যুবকের রক্তাক্ত মরদেহ মাগুরার সেই শিশুটি চোখের পাতা নেড়েছে, তবে উন্নতি খুব সামান্য: প্রধান উপদেষ্টার প্রেস উইং কচুয়ায় বাক-প্রতিবন্ধি ধর্ষণ, সন্তান প্রসবের পর মৃত্যু, অভিযুক্ত ধর্ষক জেলহাজতে কথা বললেই মামলার সংখ্যা বাড়ে: পলক নারী চিকিৎসক দিয়ে নারী মরদেহের ময়না তদন্ত করতে রিট প্রথমবারের মতো ছাত্রদলের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ঈদ সামনে রেখে বে‌শি বে‌শি রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা অনলাইন ব্যবসায়ীদের জন্য হাইকোর্টের নয় নির্দেশনা মতলব দক্ষিণে কয়েলের আগুনে পুড়লো বাস
error: Content is protected !!