হাজীগঞ্জে ইমামে রাব্বানী দরবার শরীফের মসজিদে কমিটি গঠন ও খতিব নিয়োগ
বৃহস্পতিবার আছরের নামাজের পর মসজিদের মোতাওয়াল্লী, ইমামে রাব্বানী দরবার শরীফের পীর, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আওলাদে রাসূল(দ.) আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী সভায় সভাপতিত্ব করেন।
নবনির্বাচিত কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হন হাজীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান মিয়াজী, সহ-সভাপতি লুৎফুর রহমান বেপারী, মো. হানিফ মিয়াজী, আলহাজ্জ্ব আবুল খায়ের, সাধারণ সম্পাদক ডা. মো. মোস্তফা কামাল(মুছা), সহ-সাধারণ সম্পাদক ডা. ফারুক আহম্মেদ, মো. আক্তার শিকদার, কোষাধ্যক্ষ সৈয়দ আহমদ সুমন। সম্মানিত সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন শহীদুল ইসলাম বেপারী, মো. নুরু প্রধানিয়া, আহসান শিকদার, সবুজ শিকদার, সেলিম বেপারী, মনির তালুকদার, মনির প্রধানিয়া। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন আনোয়ার হোসেন খোকন। ওই দিন ৪১ সদস্য বিশিষ্ট মসজিদ এন্তেজামিয়া কমিটি মুসল্লীদের উপস্থিতিতে ঘোষণা করা হয়। আগামী এক বছর এই কমিটি তাদের দায়িত্ব পালন করবেন।
এছাড়াও উম্মে কুলসুম হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো. নাঈমুর রহমান সুজনকে ছানি ইমাম হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।