হাজীগঞ্জে ইমামে রাব্বানী দরবার শরীফের মসজিদে কমিটি গঠন ও খতিব নিয়োগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২০ | ৫:২০
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২০ | ৫:২০
Link Copied!
জেলার অন্যতম ধর্মীয় নিদর্শন ইমামে রাব্বানী দরবার শরীফের বায়তুল মুকাদ্দেছ জামে মসজিদে কমিটি গঠন করা হয়েছে। উপস্থিত মুসল্লীদের সমর্থনে একই দিনে খতিব হিসেবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আবুল হাশেম শাহ্ মিয়াজীকে নিয়োগ দেয়া হয়। তিনি মাদ্রাসায়ে আবেদীয়া মোজাদ্দেদীয়ার একজন সিনিয়র শিক্ষক। এর পূর্বে বায়তুল মুকাদ্দেছ জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন ইমামে রাব্বানী দরবার শরীফের মেজো সাহেবজাদা মাওলানা সৈয়দ মোহাম্মদ জাহান শাহ্ মোজাদ্দেদী(রাহ.)।

বৃহস্পতিবার আছরের নামাজের পর মসজিদের মোতাওয়াল্লী, ইমামে রাব্বানী দরবার শরীফের পীর, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আওলাদে রাসূল(দ.) আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী সভায় সভাপতিত্ব করেন।

নবনির্বাচিত কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হন হাজীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান মিয়াজী, সহ-সভাপতি লুৎফুর রহমান বেপারী, মো. হানিফ মিয়াজী, আলহাজ্জ্ব আবুল খায়ের, সাধারণ সম্পাদক ডা. মো. মোস্তফা কামাল(মুছা), সহ-সাধারণ সম্পাদক ডা. ফারুক আহম্মেদ, মো. আক্তার শিকদার, কোষাধ্যক্ষ সৈয়দ আহমদ সুমন। সম্মানিত সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন শহীদুল ইসলাম বেপারী, মো. নুরু প্রধানিয়া, আহসান শিকদার, সবুজ শিকদার, সেলিম বেপারী, মনির তালুকদার, মনির প্রধানিয়া।  দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন আনোয়ার হোসেন খোকন। ওই দিন ৪১ সদস্য বিশিষ্ট মসজিদ এন্তেজামিয়া কমিটি মুসল্লীদের উপস্থিতিতে ঘোষণা করা হয়। আগামী এক বছর এই কমিটি তাদের দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

এছাড়াও উম্মে কুলসুম হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো. নাঈমুর রহমান সুজনকে ছানি ইমাম হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইমামে রাব্বানী দরবার শরীফের বড় সাহেবজাদা সৈয়দ আলমগীর শাহ্ মোজাদ্দেদী, ছোট সাহেবজাদা সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী, সৈয়দ জাহান শাহ্ মোজাদ্দেদী রাহ. এর বড় সাহেবজাদা সৈয়দ মাখদুম শাহ্ মোজাদ্দেদী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
এইচএসসি পরীক্ষার ফল ১৫-১৭ অক্টোবরের মধ্যে বিশ্বকাপ খেলতে নেমেই নতুন রেকর্ড গড়লেন জ্যোতি ‘আয়নাঘরের’ প্রমাণ পেয়েছে গুম কমিশন, জমা পড়েছে ৪০০ অভিযোগ দুই দিনের বৃষ্টিতে হাজীগঞ্জে জলাবদ্ধতা বাংলাদেশের আগামীর গর্ব হামজা : ফিফা অন্তর্বর্তী সরকারের মেয়াদ ২ বছর চান ৫৩ শতাংশ ভোটার: জরিপ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকা চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩০ লাভের অংশ নির্ধারণ করে টাকা বিনিয়োগ করা জায়েজ? গণত্রাণের ৮ কোটি টাকা যাচ্ছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হাজীগঞ্জে দুর্গাপূজায় যে সব প্রস্তুতি প্রসাশনের মতলবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ : একজন গুলিবিদ্ধ হাজীগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশ  অক্টোবরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আছে বন্যার শঙ্কা ফরিদগঞ্জ লেখক ফোরামের ফ্রি মেডিকেল ক্যাম্প খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি সাড়ে আট হাজার কোটি টাকা বাজেট সহায়তা পাচ্ছে বাংলাদেশ মতলব দক্ষিণে নির্মাণাধীন বাড়ি থেকে আ.লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার চাকরি হারালেন জ্যোতিকা জ্যোতি হাজীগঞ্জে দ্বাদশগ্রাম ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন ‘আড়াই’ দিনের টেস্টেও বাংলাদেশের হার