শাহরাস্তিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
“কোভিড ১৯ সংকটঃ সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা” স্লোগান নিয়ে চাঁদপুরের শাহরাস্তিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২০ উপলক্ষে সীমিত পরিসরে র্যালি ও অালোচনা সভা উদযাপিত হয়েছে।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফরিদ উল্যাহ চৌধুরী, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজি অাবদুল লতিফ, শাহরাস্তি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।