ইথিওপিয়ায় বাংলাদেশ এসোসিয়েশনের কমিটি গঠন, সাধারণ সম্পাদক হলেন হাজীগঞ্জের হৃদয়
উত্তর-পূর্ব আফ্রিকার একটি রাষ্ট্র ইথিওপিয়া। সেই রাষ্ট্রে বাংলাদেশীরা বাংলাদেশ এসোসিয়েশন’ নামক ২১ সদস্য বৈশিষ্ট্য কমিটির একটি সংগঠন করেছে।
ভালোবেসে এক ঝাঁক যুবক গড়ে তুলেছে নিজেদের মধ্যে উন্নয়নের এক সেতুবন্ধন। .নিজেদের বাড়ি নিজেদের ঘর সাজালে চলবেনা। প্রবাসীদের সার্বিক উন্নয়ন করার প্রত্যয় জাগিয়েছে ঘুমন্ত কর্মীদের তারাই জাগ্রত করবে । প্রবাসের বুকে প্রথম ইতিহাস ।
ওই সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় নির্বাচিত হয়েছেন। তিনি হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা ইউনিয়নের গঙ্গানগর মসজিদের সামনে বাড়ির মোঃ আঃ খালেকের ছেলে।
এছাড়া সংগঠনটির অর্থ -সম্পাদক নির্বাচিত হলেন কচুয়া উপজেলার কাদলা মজুমদার বাড়ীর মৃত এমদাদুল হকের ছেলে মো. শাহ জালাল এবং ১০ নং গোহাট ইউনিয়নের পালগিরী গ্রামের উত্তরপাড়া মিজি বাড়ীর তাজুল ইসলামের ছেলে ওসমান গণি হেলাল। সহ-ধর্ম সম্পাদক বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ইথিওপিয়া প্রবাসীদের কথা চিন্তা করে গড়ে তোলেন “বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ইথিওপিয়া “নামের সংগঠন। গত ১ জুন বিকেল চারটায় ইথিওপিয়া স্ক্যালান্ড হোটেল কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি লুৎফুর রহমান দিপু সভাপতি, উপস্থাপনা ছিলেন কামরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হৃদয়, অর্থ সম্পাদক শাহ জালাল, ওসমান গনি হেলাল সহ ধর্ম সচিব।
ঘোষিত কমিটির সভাপতি মোঃ লুৎফুর রহমান দিপু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় , অর্থ সম্পাদক শাহ জালাল সহ-ধর্ম সম্পাদক ওসমান গনি হেলাল কে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির ২১ সদস্য বৈশিষ্ট্য কমিটি গঠন করা হয় সদস্যদের নামের তালিকা ১. মোঃ লুৎফর রহমান দিপু সভাপতি ২. মোঃ মকবুল হোসেন.সহ-সভাপতি, ৩.মোঃ কামরুজ্জামান বাবু . সহ-সভাপতি , ৪.মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সাধারণ সম্পাদক, ৫.মোঃ মুকুল হোসেন সহ-সাধারণ সস্পাদক ৬.মোঃ কেরামত আলী কোষাধক্ষ্য ৭.মোঃ শাহ জালাল, অর্থ সম্পাদক ৮. মোহাম্মদ সেলিম হোসেন.সংগঠনিক সম্পাদক,৯. মোঃ আবুল হোসেন সরকার.সহ-সংগঠনিক,১০. মোঃ বাবু হোসেন- প্রচার সম্পাদক,১১.মোঃজয়ন্ত বিশ্বাস .সহ – প্রচার সম্পাদক ১২. মোঃ আমিনুল ইসলাম.দপ্তর সম্পাদক ১৩. মোঃ আলমগীর কবির.সহ-দপ্তর সম্পাদক ১৪. মোঃ হাবিবুর রহমান.সংস্কৃতিক বিষয়ক -সম্পাদক ১৫. মোঃ মোহাম্মদ আসলাম.সহ-সংস্কৃতিক বিষয়ক – সম্পাদক ১৬. মোঃ জহিরুল ইসলাম. ধর্ম-সম্পাদক ১৭. মোঃ ওসমান গনি হেলাল সহ ধর্ম- সম্পাদক ১৮. মোঃ শাহীন মোল্লা -এক্সেকিউটিভ মেম্বার
ইথিওপিয়ায় বাংলাদেশ এসোশিয়েশন করায় অনেকেই তাঁদেরকে অভিনন্দন জানান।