হাজীগঞ্জে করোনা প্রতিরোধে যুবলীগের দুই হাজার স্বেচ্ছাসেবী প্রস্তুত

মনিরুজ্জামান বাবলু
আপডেটঃ জুন ১২, ২০২০ | ৫:৩২
মনিরুজ্জামান বাবলু
আপডেটঃ জুন ১২, ২০২০ | ৫:৩২
Link Copied!

বাংলাদেশ আওয়ামী যুবলীগের হাজীগঞ্জ উপজেলা শাখা করোনা প্রতিরোধে ২১৮০ জন স্বেচ্ছাসেবীর তালিকা প্রস্তুত করে রেখেছন।

কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে প্রতিটি ওয়ার্ড থেকে ২০ স্বেচ্ছাসেবীর নাম তালিকা তৈরি করে পাঠানো হয়েছে। করোনাকালীন সময়ে যেকোন পরিস্থিতি মোকাবেলায় নেতাকর্মীরা মানবিক সেবায় এগিয়ে আসার প্রত্যয় ঘোষণা করেন।

হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল পপুলার বিডিনিউজ ডটকমকে বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে হাজীগঞ্জ উপজেলার ১০৯ টি ওয়ার্ড থেকে ২১৮০ জনের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। করোনাকালীন সময়ে যে কোন দুর্যোগে মানবতার সেবায় এগিয়ে আসবে বলে জানান তিনি।

সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের সাথে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।

এদিকে মহামারী করোনা ভাইরাস এর শুরু থেকে হাজীগঞ্জ উপজেলা যুবলীগ নানান কার্যক্রমে অংশ নেয়। মানবিক সেবা সহায়তায় হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমের নির্দেশ মোতাবেক ৯ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপজেলা যুবলীগ সুষ্ঠুভাবে বন্টন কাজে নিয়োজিত ছিলেন। হাজীগঞ্জ থানা পুলিশের জন্য সাবান, দুইশ মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই, মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার দেয়া হয়।

বিজ্ঞাপন

তারপর কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে হাজীগঞ্জ উপজেলার ৩’শ অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন যুবলীগের নেতৃবৃন্দ।

এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের ধান কেটে দেয়া কর্মসূচিতে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।

গত কয়েক মাসে করোনাকালীন সময় দেখা গেছে, উপজেলা যুবলীগের নেতৃত্বে ইউনিয়ন যুবলীগ সামর্থ্য অনুযায়ী ত্রাণসামগ্রী বিতরণ করেন। উল্লেখযোগ্য হলো উপজেলার ২নং বাকিলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইব্রাহীম খান রনি, যুগ্ম আহবায়ক বাবু, ৩নং কালচোঁ ইউনিয়নের সভাপতি শফিক, সাধারণ সম্পাদক কামরুল, ৪নং কালচোঁ ইউনিয়নে আহবায়ক শ্যামল, যুগ্ম আহবায়ক আশরাফ, ৬নং বড়কুল ইউনিয়নের সভাপতি ইসহাক, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ৫নং সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.ইউছুফ প্রধানীয়া সুমন, ৭নং বড়কুল ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন লোটাস, সাধারণ সম্পাদক আবু নছর সুমন, ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের আহবায়ক এএসএম রাসেল মজুমদার, যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন, ৯নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের সভাপতি মুনছুর আহম্মেদ বিপ্লব, সাধারণ সম্পাদক হাবিবসহ আরো অনেকেই সচেতনতামূলক কর্মকাণ্ড এবং ত্রাণ সামগ্রীর কাজে আংশ নেয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে ৭নং বড়কুল ইউনিয়নের আহবায়ক দেলোয়ার হোসেন লোটাস বলেন, উপজলা যুবলীগের নির্দেশ ও পরামর্শ আমরা সামর্থ্যনুযায়ী করোনাকালীন সময়ে ত্রাণ সামগ্রীসহ সচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করছি।

হাজীগঞ্জ উপজেলায় যুবলীগের দুই হাজার স্বেচ্ছাসেবী প্রস্তুত

৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন যুবলীগের আহবায়ক এএসএম রাসেল মজুমদার পপুলার বিডিনিউজ ডটকমকে বলেন, করোনাকালীন সময়ে শুরু থেকে সচেতনতামূলক কাজে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে যুবলীগ কর্মীরা নিয়োজিত। সামর্থ্যনুযায়ী ত্রাণ সামগ্রীও দেয়া হয়েছে।

২নং বাকিলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইব্রাহীম রনি পপুলার বিডিনিউজ ডটকমকে বলেন, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও যুগ্ম আহবায়কের পরামর্শ এবং নির্দেশক্রমে করোনাকালীন সময়ে বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ সামগ্রী দেয়া হয়।

৫নং সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.ইউছুফ প্রধানীয়া সুমন বলেন, সদর ইউনিয়নের ১৭টি গ্রাম। সামর্থ্যনুযায়ী প্রতিটি গ্রামে খাদ্য উপহার সমাগ্রী ঘরে ঘরে পৌঁছে দেয়ার চেষ্টা করেছি।

জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল পপুলার বিডিনিউজ ডটকমকে বলেন, করোনাকালীন সময়ে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ওয়ার্ড যুবলীগের দায়িত্ব থাকা নেতাকর্মীদের খোঁজ-খবর নেয়া এবং সংসদ সদস্যদের পরামর্শ অনুযায়ী মানবতার সেবায় নিজেরা প্রস্তুত ছিলাম এবং কর্মকান্ডে অংশগ্রহণ করেছি। এছাড়াও কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে সিদ্ধান্ত মোতাবেক আমরা প্রতিটি ওয়ার্ডে ২০ জন করে স্বেচ্ছাসেবী তালিকা তৈরি করে কেন্দ্রে পাঠানো হয়েছে।

উল্লেখ্য শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে আট জনের মৃতু হয়েছে। আক্রান্তর সংখ্যা ৪২ জন।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করলেন ডিসি হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যু  হাজীগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সানাউল্লাহ, সাধারণ সম্পাদক নন্দীতা দাস রাজারগাঁও হায়দার আলী হাজী কোরআনিয়া মাদ্রাসার ২ দিন ব্যাপী মহা সম্মেলন হাইমচরে শীতবস্ত্র পেলেন পাঁচ শতাধিক শীতার্থরা যেই প্রতিবেদনে অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার পেলেন মনিরুজ্জামান বাবলু হাজীগঞ্জে হত্যা মামলায় আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ চাঁদপুরে অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার পেলেন ৬ সাংবাদিক হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সদস্যের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান আজ ছয়জন পাচ্ছেন চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকতা পুরস্কার লক্ষ্মীপুর ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহবায়ক কমিটি গঠন পাইকদীতে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় সুরের মুগ্ধতা ছড়াবে জাতীয় পর্যায়ের শিল্পীরা প্রথমবারের মতো চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকতা পুরষ্কার পাচ্ছেন ছয়জন হাজীগঞ্জে ৪০ দিন ফজরের জামায়াতে অংশগ্রহণকারী শিশুদের পুরস্কার বিতরণ বিএনপির সভাপতি হয়ে ফুলেল সংবর্ধনা পেল প্রফেসর কুদ্দুস হাজী ইউনুস মাহমুদকে কুয়েত প্রবাসী অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা বিএনপি ভদ্রতার রাজনীতিতে বিশ্বাসী —- ইঞ্জিনিয়ার মমিনুল হক ফুলেল শুভেচছা জানালেন ১ নং ওয়ার্ড বিএনপি শাহরাস্তিতে  উদীচী শিল্পীগোষ্ঠী উপজেলা সংসদের সম্মেলন হাজীগঞ্জে ইউএনও’র কম্বল বিতরন