শাহরাস্তিতে কৃষকের জমি কেটে এক পরিবারের জন্য রাস্তা করলেন চেয়ারম্যান
শাহরাস্তিতে কৃষি জমির মাটি কেটে এক পরিবারের জন্য চেয়ারম্যানের বিরুদ্ধে প্রায় ১হাজার ফুটের রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে । রবিবার বিকালে উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের রায়শ্রী বাজারে দক্ষিণ পাশে পূর্ব মাঠে দীর্ঘ এই রাস্তা'টি একটি পরিবারের জন্য নির্মাণ করা হয়। গেলো উপজেলা নির্বাচন কালীন সময়ে যখন সবাই ব্যাস্ত ঠিক তখনই একদিন একরাতে ব্যাকু দিয়ে মাটি কেটে রাস্তা নির্মাণ করে। কাবিখার বরাদ্দকৃত কাজটি ২৮জন শ্রমিক দিয়ে ৪০দিনের মধ্যে কাজটি শেষ করার কথা থাকলেও মাত্র একরাতে সুবিধাভোগী ফারুকের ব্যাকু দিয়ে মাটি কেটে রাস্তা নির্মাণ করেন। আর নিষিদ্ধ ব্যাকু দিয়ে মাটি কাটায় পাশে থাকা কৃষি জমিগুলোর ভাঙ্গনের কারনে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। এ বিষয়ে ভুক্তভোগী জাহিদ বিন ইসলাম অভিযোগ করে বলেন, তাদের জানামতে রাস্তা ৫'শ ফুট হওয়ার কথা কিন্তু তিনি কিভাবে প্রায় ১হাজার ফুটের রাস্তা নির্মাণ করেন কৃষকদের ক্ষতি করে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ শফিউল্লাহ বলেন, এখানে রাস্তা নির্মাণ হবে তা আমাদের জানানো হয় নি। কিভাবে এ রাস্তা নির্মাণ করেছে একরাতে বিষয়টি জানা নেই। স্থানীয় বাসিন্দা হাসান আহমেদ বলেন, একটি পরিবারকে সুবিধা দিতে গিয়ে কৃষকদের ক্ষতি করে এ রাস্তাটি নির্মাণ করে। এমন অপত্যাশিত ঘটনার সুবিচার প্রত্যাশা করেন এলাকাবাসী। এদিকে মুঠোফোনে কথা হয় অভিযুক্ত রায়শ্রী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন মশু এক প্রশ্নের জবাবে বলেন, এই রাস্তাটি কতটুকু হয়েছে তা জানা নেই। তবে কাগজ দেখে জানানোর কথা থাকলে তিনি আর যোগাযোগ করেনি।