কচুয়া চৌধুরী ফাউন্ডেশনের আলী আশ্বার্দ চৌধুরী আর নেই
চাঁদপুরের কচুয়া উপজেলার ২ নং পাথৈর ইউনিয়ন পরিষদের আতিশ্বর গ্রামের চৌধুরী পরিবারের কর্নধার মোঃ আলী আশ্বার্দ চৌধুরী না ফেরার দেশে চলে গেছেন।তিনি ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে হার্টএ্যাটাক করে মৃত্যুবরন করেন। তিনি চৌধুরী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মৎস্যমানব-মিজান চৌধুরী র পিতা- মহরুম মোঃ আলী আশ্বার্দ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি চৌধুরী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য ছিলেন। তার ৬ ছেলে ও ১ মেয়ে। কচুয়া উপজেলার ২ নং পাথৈর ইউনিয়ন পরিষদের আতিশ্বর গ্রামের চৌধুরী বাড়িতে তিনি ১৯৪০ সালে জন্ম গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন সাধারণ কৃষক পরিবারের সন্তান। কিন্তু তাকে বলা হতো গোল্ডেন ফাদার। কারন তার সকল ছেলেই উচ্চ শিক্ষিত এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি চাকুরীতে কর্মরত আছেন। আতিশ্বর চৌধুরী হাউজ এর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তার ছোট ছেলে লেকচারার মোঃ সফিউল আলম চৌধুরী বলেন, আমার কৃষক বাবা একজন সহজ সরল মানুষ ছিলেন। কারো সাথে তার কোন বিরোধ ছিল না। সত্যতার সাথে জীবনযাপন করেন।মহরুমের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, দোয়া ও আর্শীবাদ চেয়েছেন।