কচুয়ায় বিশ গ্রামের মুসল্লীদের আয়োজনে ঈদে মিলাদুন্নবী পালিত
সেপ্টেম্বর ২০, ২০২৪ | ১২:৩৯ অপরাহ্ণ
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর , পপুলার বিডিনিউজ
পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলায় বিশ গ্রামের মুসল্লীদের আয়োজনে জশনে জুলুস পালিত হয়।
দুপুরে উপজেলার নলুয়া বাজার থেকে বন্যা্ঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কচুয়া বাজার হয়ে নলুয়া বাজারে গিয়ে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
বিশ গ্রামের মধ্যে উপজেলার কোয়ালথুড়ী, আকানিয়া, নাছিরপুর, সাদিয়াপুার চাঁদপুর, নলুয়া, সাহেদাপুর, মনোহরপুর, কুলাতলী, লুনতি, নোগাঁও, বাসাবাড়িয়া ও দৌলতপুর গ্রামের প্রায় কয়েক হাজার মুসল্লী অংশ নেয়।
জশনে জুলুসে আলহাজ্ব মুফতি এ.বি.এম সাদেক উল্লাহর সভাপতিত্বে বক্তৃতা রাখেন মাওলানা গাজী সিরাজুল ইসলাম, অধ্যক্ষ, মুফতি নুরুল আলম মজুমদারসহ আয়োজকবৃন্দ।