বঙ্গভবনে কোটাবিরোধীদের স্মারকলিপি জমা, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
জুলাই ১৪, ২০২৪ | ৫:২৯ অপরাহ্ণ
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর , পপুলার বিডিনিউজ
রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিয়েছে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধিদল। রাষ্ট্রপতির সচিবের কাছে স্মারকলিপি জমা দেয়া হয় এবং পরে তা রাষ্ট্রপতির কাছে পৌঁছানো হবে বলে জানানো হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান শিক্ষার্থীরা।
রবিবার (১৪ জুলাই) বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করে বঙ্গবন্ধু এভিনিউ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসব তথ্য জানান।