চাঁদপুরের মেঘনা নদীতে বালু উত্তোলনের দায়ে দশটি ড্রেজার’সহ ৪৩ শ্রমিক আটক
জুলাই ৬, ২০২৪ | ৭:১২ অপরাহ্ণ
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর , পপুলার বিডিনিউজ
চাঁদপুরের মতলব উত্তরের নাসিরাকান্দি এলাকা থেকে দশটি ড্রেজার, একটি বাল্বহেড ও দুইটি স্পিড বোট সহ ৪৩ ব্যক্তিকে আটক করেছে প্রশাসন।
শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযানের নেতৃত্ব দেন মতলব উত্তরের সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা।
মোহনপুর নৌ- পুলিশের ইনচার্জ কামরুজ্জামান জানান, মেঘনা নদীর নাসিরাকান্দি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১০ টি ড্রেজার, ১ টি বাল্কহেড, ২ টি স্পিডবোট সহ ৪৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। তাহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রীয়াধীন রয়েছে ।
ওইসময় তাদের কাছে অবৈধ বালু বিক্রয় বাবদ ১৫ লাখ ৪১ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়। উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করেন।