বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সাংবাদিকদের বিশাল অবদান রয়েছে

সেপ্টেম্বর ১২, ২০২০ | ৯:০২ অপরাহ্ণ
ফরিদগঞ্জ সংবাদদাতা , পপুলার বিডিনিউজ

ফরিদগঞ্জ প্রেসক্লাবে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রনালয়ের সচিব মাক্ছুদুর রহমান পাটওয়ারী সাংবাদিকদের সাথে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে এক মতবিনিময় করেন। এসময় তিনি বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন এবং তাঁর সু-যোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা দারিদ্র মুক্ত যে মধ্য আয়ের বাংলাদেশের স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ণে আমি মনে করি দেশের সাংবাদিকদের একটি বিশাল অবদান আছে। তিনি বলেন আপনারা পারেন, দেশের উন্নয়ণের চিত্রকে তুলে ধরে সরকারের সকল অগ্রযাত্রা আরো গতিশীল করে তুলতে পারেন। তিনি বলেন, বর্তমান সরকার দেশের সাংবাদিকদের উন্নয়ণে অনেক প্রদক্ষেপ নিয়েছেন। তথ্য প্রযুক্তিতে দেশে যেমন এগিয়ে যাচ্ছে তার সাথে তালমিলিয়ে আপনারাও এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে সাংবাদিকরা হচ্ছে একটি দেশের তৃতীয় চোখ। যার মাধ্যমে দেশের সকল চিত্র তুলে আনতে হবে।