মূলপাড়া থেকে ৮ জুয়াড়ি গ্রেফতার

সেপ্টেম্বর ৮, ২০২০ | ২:২৭ অপরাহ্ণ
ফরিদগঞ্জ সংবাদদাতা , পপুলার বিডিনিউজ

ফরিদগঞ্জ উপজেলার মূলপাড়া গ্রামে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে ৭সেপ্টেম্বর রোজ সোমবার গভীর রাতে অভিযান পরিচালনা করিয়া এএসআই সাঈদ সংগীয় ফোর্স ৮ জুয়াড়িকে গ্রেফতার করেন ১) নুর মোঃ মিজি,পিতা- মৃৃত ছফি উল্যাহ ২) সাহাব উদ্দিন, পিতা- মোস্তফা, ৩) রাসেল মিজি, পিতা- আবুল খায়ের, ৪) খাজা মিয়া পিতা- লোকমান বেপারি, সর্ব গ্রাম- মূলপাড়া, ৫) রাসেল কবিরাজ, পিতা- আঃ মালেক,৬) রিয়াদ কবিরাজ, পিতা- নেছার আঃ দেরকে গ্রেফতার করে। এই ব্যাপারে জানতে চাইলে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব বলেন, “মুজিববর্ষে ফরিদগঞ্জকে মাদকমুক্ত করার পাশাপাশি জুয়াড়ি মুক্ত করার লক্ষ্যে থানা পুলিশ নিরন্তর প্রচেষ্টা ও অভিযান অব্যাহত রেখেছে। ৮ জুয়াড়িকে আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা সর্বমহলের সর্বাত্মক সহযোগিতা কামনা করি।” উল্লেখ্য যে, ৮ জুয়াড়িকে গ্রেফতার হওয়ায় এলাকাবাসী থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।