ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা পেতে একডজন প্রার্থীর দৌড়ঝাঁপ
ফরিদগঞ্জে পৌরসভা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। জেলার ৬টি পৌরসভার নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখে নড়ে-চড়ে বসেছেন সম্ভাব্য মেয়র প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে প্রার্থীদের সামাজিক কর্মকান্ড অংশগ্রহণ ও ভোটারদের পাশে গিয়ে বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি। বর্তমান এমপি, সাবেক এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের আস্থাভাজন হওয়ার পরিচয় দিয়ে জোর তদবির চালাচ্ছেন দলীয় প্রার্থী হওয়ার। ক্ষমতাসীন দলের সম্ভাবনায় তালিকায় রয়েছেন,বর্তমান মেয়র পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাছান সউদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অহিদুর রহমান রানা, উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী সফিকুর রহমান, প্যানেল মেয়র বীর মুক্তিযুদ্ধার সুযোগ্য সন্তান তরুণ সমাজসেবক খলিলুর রহমান, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, বর্তমান যুবলীগ আহ্বায়ক আবু সুফিয়ান, যুবলীগের যুগ্মআহব্বায়ক আকবর হােসেন মনির, যুবলীগ নেতা হাজী মাকসুদুল আলম বাঁধন পাটোওয়ারী, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী শেলী, পৌরসভার কাউন্সিলর জামাল উদ্দিন। এই ছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমে নামশোনা যাচ্ছে যুবলীগ নেতা পাবেল পাটওয়ারী, বিশিষ্ট শিল্পপতি জালাল আহমেদের ছোট ভাই সাহাবউদ্দিন।