মতলবের কালিয়াইশ গ্রামের শাহজাহান প্রধানের ছোবলে এলাকাবাসী অতিষ্ঠ

আগস্ট ২৮, ২০২০ | ১১:৩৩ অপরাহ্ণ
পপুলার বিডিনিউজ রিপোর্ট , পপুলার বিডিনিউজ

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কালিয়াইশ গ্রামের শাহজাহান প্রধানের নানা কর্মকান্ডে ও অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। মাদক ব্যবসা,নারী কেলেঙ্কারি,জুয়ার আসর ও দরবার- কারবারসহ এমন কোন কাজ নাই যে তিনি করেন না। এমন অভিযোগ শাহজাহান প্রধানের বিরুদ্ধে। নাম প্রকাশ না করা শর্তে এক মহিলা বলেন,তিনি যেসব মহিলাাদের স্বামী প্রবাসে থাকে তাদের সাথে বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের সর্বস্ব লুটে নেন।তার একটি ছেলেও এলাকার বিভিন্ন কর্মকান্ডে জড়িয়ে পড়ায় বর্তমানে জেলহাজতে রয়েছেন। কেউ তার বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। তাই এক ভুক্তভোগী মহিলা সাংবাদিকদের নিকট এর প্রতিকার চেয়ে অভিযোগ করেছেন। এ ব্যাপারে শাহজাহান প্রধানের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা এবং ষড়যন্ত্রমুলক।