প্রচেষ্টার পূর্ণাঙ্গ কমিটি গঠন
সেবামূলক সামাজিক সংগঠন প্রচেষ্টার উৎসবমুখর ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার পর বুধবার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের নবাগত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মজুমদার। ২০২০-২০২১ সালের দুই বছর মেয়াদী কমিটিতে রয়েছেন সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি মোঃ তোফায়েল আহমেদ, সহ-সভাপতি মোঃ কামরুল হাসান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মজুমদার, সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম জিশান, সাংগঠনিক সম্পাদক মানিক দেবনাথ, কোষাধক্ষ্য বাবুল চন্দ্র দাস, দপ্তর ও প্রচার সম্পাদক রিপন চন্দ্র শীল, ক্রীড়া সম্পাদক মোঃ শাকিল আহমেদ সুমন ও সমাজ কল্যাণ সম্পাদক রাজীব হোসেন পাটোয়ারী। এছাড়া সম্মানিত সদস্য মোঃ শামসুদ্দোহা সোহেল, মোঃ বাদল আহম্মেদ, মোহাম্মদ আহসান হাবিব বেপারী, মোহাম্মদ শফিউল আলম, প্রণয় কুমার রয়, মোঃ ফয়সাল আহমেদ ও মোহাম্মদ ইকবাল হোসেন। গত রোববার হাজীগঞ্জ বাজারের স্টেশন রোডস্থ প্রচেষ্টার কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। সন্ধ্যা সাতটায় ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। বিজয়ীদের তাৎক্ষণিক শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি সামছুদ্দোহা সোহেল। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন শফিউল আলম, আব্দুল মালিক ইমরান ও মোহাম্মদ মুকবুল হোসেন। সংগঠনের নেতৃত্ব বাড়াতে এ বছর বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে অংশ নেয়নি।