লাওকোরায় প্রথমবারের মতো বসছে কোরবানির পশুর হাট

জুলাই ২৪, ২০২০ | ২:৫২ অপরাহ্ণ
পপুলার বিডিনিউজ রিপোর্ট , পপুলার বিডিনিউজ

হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড লাওকোরা বটতলা আড়ং বাজারে এ প্রথম বসছে কোরবানির পশুর হাট। হাট বসবে আসছে সোমবার ও শুক্রবার। সে লক্ষে এখন চলছে হাট প্রস্তুতি ও প্রচারনার কাজ। এলাকা সূত্রে জানা যায়, লাওকোরা ও আশেপাশে কোরবানির ঈদকে সামনে রেখে অনেকে গরুমোটাতাজা করণের সাথে জড়িত। এ বছর করোনা ঝুঁকি থাকায় এলাকায় একটি হাটের প্রয়োজন মনে করে অনেকে। তাই লাওকোরা বটতলা আড়ং বাজারে গরু ছাগলের হাট বসায় ক্রেতা বিক্রেতা স্বস্তি প্রকাশ করেন। হাট ইজারাদার জানান, আমাদের এলাকায় অনেক ছোট বড় গরুর খামার রয়েছে। তাই আশা করি ক্রেতারা তাদের পছন্দমত গরু ছাগল ক্রয় করতে পারবেন। আমরা স্বাস্থ্যবিধি মেনে বাজার পরিচালনা করবো। [caption id="attachment_4189" align="alignleft" width="300"] শুকরান হাসপাতাল[/caption]