হাজীগঞ্জে ২২ স্থানে গরু-ছাগলের হাট বসানোর প্রস্তুতি

জুলাই ১৪, ২০২০ | ১০:৩৩ অপরাহ্ণ
মজিবুর রহমান , পপুলার বিডিনিউজ

৩১ জুলাই ঈদুল আযহা। ঈদুল আযহাকে কোরবানির ঈদ বলা হয়। এবার হাজীগঞ্জ উপজেলায় কোরবানির গরু-ছাগল কেনার জন্য ২২টি স্থানে হাট বসার সিদ্বান্ত নেয়া হচ্ছে। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে ‘নিলাম ডাক’ হওয়ার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। আগামী ১৯ জুলাই সকাল ১১ ঘটিকায় খোলা ডাক অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। [caption id="attachment_4439" align="alignleft" width="219"] গরু -ছাগলের হাট বিজ্ঞপ্তি[/caption] বিজ্ঞপ্তিতে এবার এ বছর উপজেলায় ২২টি স্থানে গরু-ছাগলের হাট বসানোর নাম উল্লেখ্য করা হয়েছে। হাজীগঞ্জ উপজেলার যেই স্থানে বসছে গরু-ছাগলের হাট- সেগুলো হচ্ছে রাজারগাঁও, রামপুর, পিরোজপুর, আদর্শ সাহেব বাজার, সুহিলপুর, বেলচোঁ, রায়চোঁ, সেন্দ্রা, জাখনী মদিনা, রামচন্দ্রপুর, কাকৈরতলা, আহেম্মদপুর, মালিগাঁও, কাশিমপুর, হাড়িয়াইন, চেঙ্গাতলী, মেনাপুর, পাতানিশ, পালিশরা, বাংলাবাজার, ধড্ডা পশ্চিম পাড়া আড়ং বাজার ও লাওকোরা বটতলা আড়ং বাজার।