মতলবের কাচিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য ইমাম হোসেন
মতলব দক্ষিণ উপজেলার কাচিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন ইমাম হোসেন।গত ৬ জুলাই বেলা এগারোটায় কাচিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রথম সভায় তাকে বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত করা হয়। অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃরাসেল পাটোয়ারী নিলয়ের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সরকার সোহেল আহম্মেদের পরিচালনায় প্রথম সভা অনুষ্ঠিত হয়।ওই সভায় বিদ্যুৎসাহী সদস্য প্রার্থী হিসেবে ইমাম হোসেনের নাম প্রস্তাব করেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মোখলেসুর রহমান ও সমর্ন করেন অপর এক সদস্য মোঃ এনামুল হক। বিদ্যুৎসাহী পদে আর কোন প্রার্থীর নাম প্রস্তাবে না আসায় সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে বিনাপ্রতিদ্বন্ধিতায় ইমাম হোসেনকে নির্বাচিত করা হয়।ইমাম হোসেন নায়েরগাঁও উত্তর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও জেলা কমিটির সদস্য। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুলের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মুবিন সুজনের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন। অপরদিকে প্রথম সভায় নতুন সভাপতিকে এবং নয়া বিদ্যুৎসাহী সদস্যকেও বরণ করে নেয়া হয়।