স্কুলছাত্রীকে তুলে নিয়ে অপমান, রাতে আত্মহনন

জুলাই ৫, ২০২০ | ৫:১০ অপরাহ্ণ
মতলব উত্তর সংবাদদাতা , পপুলার বিডিনিউজ

মতলব উত্তর ফরাজীকান্দি এলাকায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে অপমান করায় রাতে আত্মহনন করেছে। ওই স্কুল ছাত্রী ৮ম শ্রেণির ছাত্রী। নাম শান্তা আক্তার (১৫)। গত ৪ জুলাই রাতে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। সে মতলব উত্তর উপজেলার উদমদী গ্রামের মৃত আবুল হোসেন প্রধানীয়া কনিষ্ঠ মেয়ে। তার মা ও আত্মীয়স্বজনরা জানান, গত ২৯ জুন বান্ধবীদের সাথে বাজারে লাইব্রেরীতে বই আনার সময় এলাকার বখাটে ২ যুবক তাদের গতিপথ রোধ করে কথা বলতে চায়। এ সময় যুবকরা শান্তা ও বান্ধবীদের গালাগালিও করে। ঠিক তখন এলাকার যুবক মুক্তার হোসেন তাদের দেখে গালাগালি করতে থাকে এবং সবাইকে বাসায় পাঠিয়ে দেয়। এ সময় শান্তা আক্তারকে মুক্তারের মোটর সাইকেলে জোর করে উঠিয়ে নিয়ে উদমদী গ্রামের দোকানের সামনে নিয়ে যায়। সেখানে নিয়ে কিছু মানুষদের জড়ো করে শান্তা আক্তারকে অপমান অপদস্ত করে। পরে শান্তা কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। বাড়িতে এসে অবগত করলেও কারো কোন সারা না পায়নি। পুনরায় মুক্তার শান্তার বাড়িতে এসে গালমন্দ করে। এ বিষয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করার করা হবে।