মতলবে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে ‘স্বেচ্ছাসেবী সংগঠন’

জুলাই ৩, ২০২০ | ৭:৩১ অপরাহ্ণ
মতলব দক্ষিণ প্রতিনিধি , পপুলার বিডিনিউজ

মতলব দক্ষিণ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত বাবুরপাড়া ও দক্ষিণ নলুয়া গ্রামের লকডাউনকৃত দু’ টি গরীব ও দুস্থ পরিবারে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। ৩ জুলাই শুক্রবার বিকেলে ‘কোভিড-১৯ র বিরুদ্ধে লড়াই’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনটি তাদের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়। এ সময় ইত্তেফাকের দক্ষিণ সংবাদদাতা ও মতলব প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়ক হাসান আল মামুন, বাংলাদেশের আলোর মতলব দক্ষিণ প্রতিনিধি আশরাফুল জাহান শাওলিন,কোভিড-১৯ এর স্বেচ্ছাসেবক সুমন,মফিজ খান, রানা খান প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়ক হাসান আল মামুন বলেন, করোনার এ সংকটে আমরা গরীব ও দুস্থদের সহায়তা দিয়ে পাশে থাকতে চাই। আমাদের এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।