হাজীগঞ্জে জ্বর সর্দি শ্বাসকষ্টে আরো দুইজনের মৃত্যু, মোট ৫৭

জুন ২৬, ২০২০ | ১:১১ অপরাহ্ণ
পপুলার বিডিনিউজ রিপোর্ট , পপুলার বিডিনিউজ

হাজীগঞ্জ উপজেলায় জ্বর সর্দি শ্বাসকষ্টে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জ্বর সর্দি শ্বাস কষ্টে মারা গেলেন মোট ৫৭। করোনা পজেটিভ হলো ১৪ জনের। এ পর্যন্ত মৃত ১৩ জনের নেগেটিভ এসেছ। বৃহস্পতিবার রাতে মারা যাওয়া দুইজন হাজীগঞ্জ পৌরসভার মধ্য বলাখাল এলাকার অমেশ চন্দ্র (৬০) ও দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের গৃহবধূ শামছুন নাহার রুমা (৩৫)। জানা গেছে, জ্বর সর্দি ও শ্বাসকষ্টে অমেশ চন্দ্র মারা যান। তার নমুনা সংগ্রহ করা যায়নি। বিলম্বে খবর দেয়ায় সেম্পল নেয়া হয়নি। এদিকে কয়েকদিন ধরে জ্বর, সর্দি শ্বাসকষ্টে ভুগছিলেন গৃহবধূ শামসুন নাহার রুমা। হাজীগঞ্জ উপজেলা সেনেটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন বলেন, শামসুন্নাহার রুমার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি আরো জানান, মৃত কয়েকজনের আজ শুক্রবার করোনা নেগটিভ এসেছে। এদের মধ্যে লাওকোরা খন্দকার বাড়ীর আবদুল মমিন, পাতানিশের খোরশেদ আলমসহ কয়েকজনের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে।