হাজীগঞ্জে ছেলের তিন দিন পর চলে গেলেন বাবা, মৃত্যুর সংখ্যা দুই
রোববার সকাল ৯ টা পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের দাফন কাজের প্রস্তুতি চলছে। পড়ুন খবরের বিস্তারিত- হাজীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড বলাখালে ছেলে নুরুল আমিনের মৃত্যুর তিনদিন পর বাবা সিদ্দিকুর রহমান মারা গেছেন। এছাড়াও হাজিগন্জ পৌর ৩ নং ওয়ার্ড ধেররা চৌধুরী বাড়ির মাওলানা শাহ আলম চৌধুরী শনিবার রাত ৩ টায় জর সর্দিতে মারা যান। জানা গেছে,হাজীগঞ্জ পৌর বলাখাল ২নং ওয়ার্ডের নুরুল আমিন (৪৫) কিডনী ডেমেজ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১০টায় চাঁদপুর সদর হাসাপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ ৬মাস যাবত অসুস্থ ছিলেন। নুরুল আমিনের বাবা সিদ্দিকুর রহমান তখন ভীষণ অসুস্থ ছিল। এদিকে মাওলানা সিদ্দিকুর রহমান ধেররা একটি জামে মসজিদের মোতওয়াল্লী ছিলেন। হাজীগঞ্জ উপজেলায় করোনা বা করোনা উপসর্গে দাফন কারী দলের সদস্য শরীফুল হাছান বলেন, রোববার সকাল পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর এসেছে। প্রথমে ধেররা মাওলানা শাহ আলমের জানাজা তারপর বলাখাল সিদ্দিকুর রহমানের জানাজায় যাবো।