হাইমচরে মোট ২৪ জনের করোনা শনাক্ত
জুন ১৩, ২০২০ | ৭:০৯ অপরাহ্ণ
মোঃ ইসমাইল , পপুলার বিডিনিউজ
চাঁদপুর জেলার হাইমচর উপজেলা করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলছে। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি না পেলে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকবে। হাইমচর উপজেলার প্রতিদিন ৩ গুন হারে আক্রান্তের বেড়ে চলছে। হাইমচর উপজেলা নতুন করে আরো ৯জন নমুনা পরিক্ষা করোনা শনাক্ত করা হয়েছে। হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিস সূত্রে জানা যায় আজ শনিবার করোনা ভাইরাস নমুনা পরীক্ষায় নতুন করে ৯জনের করোনা সনাক্ত করা হয়। এই এই নিয়ে হাইমচরে সর্বমোট ২৪ জনের করোনা শনাক্ত করা। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ বেলায়েত হোসেন বলেন, হাইমচরের জন সাধারন স্বাস্থ্য বিধি না মেনে চলতে থাকলে এর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকবে। সকল সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। বিশেষ করে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন।